চট্টগ্রামে ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে ৫ লাখ শিশু

চট্টগ্রাম, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 15:38:03

চট্টগ্রাম সিটি করপোরেশন এর উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে চট্টগ্রামে সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সদরঘাটস্থ জেনারেল হাসপাতালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, শিশু বিশেষজ্ঞ সুশান্ত বুড়য়া মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জী, ডাক্তার তপন কুমার চক্রবর্তী , ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. এস এম মুইজ্জল আকতার চৌধুরীসহ চসিক জোনাল মেডিকেল অফিসার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী ।

সভায় তিনি জানান, ১১ জানুয়ারি নগরীর ৪১টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯ টায় নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ টিএনটি কলোনি বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী/অস্থায়ী ১২৮৮ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় সাড়ে ৪ লাখ ৫০ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ দিন চসিকের সম্মানিত কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণের সার্বিক সহযোগিতা ছাড়াও নগরে অবস্থিত সকল সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ ছাড়াও প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক, সকল জোনাল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, টিকাদান ও স্বাস্থ্যকর্মী এ কাজে নিয়োজিত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর