‘সহ্যের সীমা ভাঙুন, রুখে দাঁড়ান’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:59:56

কাফরুলে পোশাক শ্রমিক, কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী, জাহাঙ্গীরনগরে দশ বছরের শিশু ধর্ষণ এবং খুলনায় যৌন নিপীড়নের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে নারী সংহতি।

সহ্যের সীমা ভাঙুন, রুখে দাঁড়ান—স্লোগানে সারা দেশে এলাকায় এলাকায় ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে কর্মসূচি থেকে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রতিক সময়ে আলোচিত যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে নারী সংহতি।

সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নারী নেতৃত্ব জান্নাতুল মরিয়ম, ইকরামুন্নেসা চম্পা, সুমি রেক্সোনা, রেবেকা নীলা ও অপরাজিতা চন্দ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক মিথিলা মাহফুজ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, রাবেয়া রফিক রিমি, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রবীর সাহা প্রমুখ।

যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নারী সংহতির প্রতিবাদ সমাবেশ

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণসহ, কাফরুলে পোশাক শ্রমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সবজুবাগে শিশু ধর্ষণ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক নিপীড়নের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। পাহাড়ে-সমতলে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায়, পথে-ঘাটে পরিবহনে কোথাওই নারীর নিরাপত্তা দিতে সক্ষম নয় এই ব্যর্থ রাষ্ট্র। এই নিরাপত্তাহীনতা জনগণের মধ্যে এক ভয় ও দিশেহারা পরিস্থিতি তৈরি করেছে। সারা দেশে নারীর এই নিরাপত্তাহীনতা রাষ্ট্রের ভূমিকাকে প্রশ্নের মুখোমুখি করেছে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমাজে ধর্ষণের সংস্কৃতি জিইয়ে রেখেছে। অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে বিচার তরান্বিত করা এবং ধর্ষণের সংস্কৃতির প্রতিরোধে জনগণকে প্রতিরোধ ও সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাবেশের বক্তারা।

তারা আরো বলেন, মধ্যবিত্ত কিংবা পরিচিত জন নয়, সমাজের সকল শ্রেণির নারীর ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেবল গ্রেফতারের মধ্য দিয়েই ধর্ষণ নিপীড়ন মোকাবেলা সম্ভব নয়। অবিলম্বে ধর্ষণ এবং যৌন নিপীড়নের সাথে জড়িত দোষীদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

যে সমস্ত আইন ও দৃষ্টিভঙ্গি সমাজে ধর্ষণ এবং নিপীড়নের সংস্কৃতি তৈরি করে তার বিরুদ্ধে সমাজের সচেতন নাগরিকদের সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, এক দিকে সারা দেশে একের পর এক নারী-শিশু ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে; অন্য দিকে নারীর নিরাপত্তা প্রশ্নে সরকার ও রাষ্ট্র ক্রমাগত ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে। এমন হাজারো ধর্ষণ, যৌন নিপীড়নের খবর গণমাধ্যমে এসেছে গোটা বছরজুড়েই।

এ সম্পর্কিত আরও খবর