ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 03:50:52

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, কৃষক আব্দুল লতিফ (৫০) ও মাদরাসা ছাত্র দিদারুল ইসলাম (১৫)। 

শুক্রবার (১০ জানুয়ারি) ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়ন ও ত্রিশালের দরিরামপুর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে শুক্রবার দুপুরে বিকট শব্দে বাড়ির খুঁটির বিদ্যুৎ সংযোগকৃত তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও মেরামতের জন্য কেউ আসেনি। বিকেলে ওই গ্রামের কৃষক আব্দুল লতিফ মাঠ থেকে ছাগল আনতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, ত্রিশাল পৌর সদরের দরিরামপুর এলাকায় মাদরাসাতুল আনসার আল মোহাজেরীন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ দিদারুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দিদারুল ছাদে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিদারুল মুক্তাগাছা উপজেলার আক্তারবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংশ্লিষ্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ সম্পর্কিত আরও খবর