কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকের জামিন নামঞ্জুর

, জাতীয়

শাহজাহান, কোর্ট করেসপন্ডেন্ট | 2023-08-27 03:57:45

 

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালতে ফারুকের পক্ষের জামিন শুনানি করলে আদালত তা নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে দ্বিতীয় দিনের রিমান্ড শেষে গত শনিবার ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসি আহসান চৌধুরী একই মামলার আসামি ফারুকসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হলেন, মো. মশিউর রহমান ও জসিম উদ্দিন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেয়। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস গত ১০ এপ্রিল মামলাটি দায়ের করে।

এ সম্পর্কিত আরও খবর