দেশে ধরা বাধা নিয়মে গণতন্ত্র চর্চা চলছে: জিএম কাদের

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 08:29:22

দেশে একটি ধরা বাধা নিয়মের মধ্যে গণতন্ত্র চর্চা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানের কারণেই আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম ফলো করতে পারি না। আমাদের একটি ধরা বাধা নিয়মের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হয়। এরই মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা চলছে এবং গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে।'

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পল্লী নিবাসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে আচরণ বিধি মেনে ইসি ও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, 'আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। ভোটাররা জাতীয় পার্টির পক্ষেই রায় দেবেন।'

তিনি আরও বলেন, ‘এরশাদের মৃত্যুর পর দলে নানা শঙ্কা বিরাজ করছিল। সেই শঙ্কা কেটে গেছে। দলে নতুন নেতৃত্ব এসেছে। আমরা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তার রাজনৈতিক দর্শন ও আদর্শকে ধারণ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।'

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, পনির আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন বাবলু, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলার সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।

এরআগে বিকেলে জাতীয় পার্টির নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন জিএম কাদের।

এ সম্পর্কিত আরও খবর