বাংলাদেশ ও সুইডিশ রেড ক্রসের প্রেসিডেন্টের মধ্যে সভা অনুষ্ঠিত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 14:30:19

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও বাংলাদেশে সফররত সুইডিশ রেড ক্রসে’র প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত হালনাগাদ তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (১২ জানুয়ারি) সোসাইটির জাতীয় সদর দফতরের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এবং সুইডিশ রেড ক্রসে’র পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট মার্গারেট ওয়ালস্ট্রম।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রাজিয়া সুলতানা লুনা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ মহাসচিব মো. রফিকুল ইসলাম ও সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ড সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত বলেন, সুইডিশ রেড ক্রস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দীর্ঘদিনের অন্যতম বন্ধু পার্টনার ন্যাশনাল সোসাইটি। সোসাইটির বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে দীর্ঘদিন ধরে তারা সহযোগিতা করে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে নেওয়া রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে সুইডিশ রেড ক্রস।

সুইডিশ রেড ক্রসে’র প্রেসিডেন্ট মার্গারেট ওয়ালস্ট্রম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সুইডিশ রেড ক্রসে’র সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মানবিক কার্যক্রম বাস্তবায়নের প্রশংসা করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ।

এ সম্পর্কিত আরও খবর