সিলেটে কামরান-জুবায়ের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:20:16

 

সিলেট: নগরীর দর্শনদেউড়ি এলাকায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

রোববার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় এক ইদ্রিছ আলম (২১) নামে এক শিবিরকর্মী আহত হয়েছে।

জামায়াত নেতা চৌধুরী আব্দুল বাছিত নাহির বলেন, দর্শনদেউড়ি এলাকায় জুবায়েরের টেবিল ঘড়ির পক্ষে লিফলেট বিতরণ করছিলো সমর্থকরা। ছাত্রলীগকর্মীরা মুক্তি ভাইর এলাকায় লিফলেট বিতরণ করা যাবেনা বলে বাধা দেয়। এসময় দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন ইদ্রিছ আলম নামের এককর্মী গুরুতর আহত হন বলে জানান তিনি। নাহির অভিযোগ করেন যুবলীগ নেতা আলম খান মুক্তির নেতৃত্বে  হামালা চালানো হয়।

যুবলীগ নেতা আলম খান মুক্তি দাবি করেন ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। অন্য কেউ জড়িত থাকলে থাকতে পারে।

বিমানবন্দন থানার ওসি গৌসুল হোসেন জানান, জামায়াতেরকর্মীরা লিফলেট বিতরণ করছিলো। এসময় ছাত্রলীগকর্মীরা বাধা দিলে একুট মারামারির ঘটনা ঘটে, তেমন কিছু নয়।

এ সম্পর্কিত আরও খবর