রমেক হাসপাতালে আরও এক অগ্নিদগ্ধের মৃত্যু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-12 09:27:50

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া নামে অগ্নিদগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শীতে আগুন পোহাতে গিয়ে সে দগ্ধ হয়েছিলো।

রোববার (১২ জানুয়ারি) রাতে রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ।

বার্তা২৪.কমকে চিকিৎসক জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে গাইবান্ধার রুবেল মিয়া দগ্ধ হয়েছিলেন। তার শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি শীত মৌসুমে গত ২৪ দিনে রমেক হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর মধ্যে ১২জন মারা গেলেন। এর মধ্যে আটজন নারী, দুইজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

বর্তমানে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ১৮ জন অগ্নিদগ্ধ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আরও ৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

গেল এক মাসে আগুনে দগ্ধ হয়ে বিভিন্ন বয়সী ৪৫ জন নারী, পুরুষ ও শিশু রমেক হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর