পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪ | 2023-08-17 03:56:16

পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন  শুরু করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। কেন্দ্রটি এখন ১০০ মেগাওয়াট লোডে বিদ্যুৎ সরবরাহ করছে। ক্রমান্বয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে।

এ সম্পর্কিত আরও খবর