ঘন কুয়াশায় ৬ ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা শুরু

ঢাকা, জাতীয়

Mehedi shipon | 2023-08-24 14:16:20

ঢাকার আকাশে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টা সকল ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে প্লেন চলাচল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা তাহেরা খন্দকার।

তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিলো। এরপর ঢাকা থেকে সকাল ৯টা ৪৪ মিনিটে ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ বিমানের বিজি-০৮২ ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৩৮ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে।

আবার সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার ৩০২ ফ্লাইটটি কলকাতা অবতরণ করেছে। ইউএস-বাংলার গুয়ানজু থেকে আসা ৩২৬ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করতে না পেরে মিয়ানমার অবতরণ করেছে। দোহা থেকে আসা ইউএস-বাংলার অপর একটি ফ্লাইট কলকাতা অবতরণ করেছে।

অন্যদিকে আবার ইউএস-বাংলার মাস্কাট থেকে আসা আরও একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র বলছে, ৬ ঘণ্টার বেশি সময় শাহজালালে সকল ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর