কৃষকলীগ নেতাকে হত্যা: ৭ জনের যাবজ্জীবন

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:27:09

পাবনা: পাবনার কৃষকলীগ নেতা তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুলাই) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার নওদাপাড়া গ্রামের আমজাদ হোসেন, তজির উদ্দিন, ইকরাম হোসেন, আকাই মণ্ডল, আসকান আলী, জীবন হোসেন ও জাফর আলী।

মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ২০১০ সালের ৩ অক্টোবর রাতে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নওদাপাড়া গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনকে (৫০) নিজ বাড়িতে র‌্যাবের পরিচয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এলাকায় অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মালেক বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ সময় আসামি ও তাদের স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট শাহজাহান আলী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ।

এ সম্পর্কিত আরও খবর