চসিকের সঙ্গে আইডব্লুএম’র চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 20:44:38

চট্টগ্রাম নগরীকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আওতায় ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লুএম) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে চসিক কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উপস্থিত
ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, আইডব্লুএম’র পক্ষে ড. মোল্লা মোহাম্মদ আওলাদ হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, আইডব্লুএম’র নির্বাহী পরিচালক আবু সালেহ খান, হেড অব বিজনেজ মো. সামিউন নবী, মো. সোরাব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. মোল্লা মোহাম্মদ আওলাদ হোসাইন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন। নিজস্ব অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে চসিক। এতে ব্যয় হচ্ছে প্রায় ১৩ কোটি টাকা।

সিটি মেয়র বলেন, স্মার্ট সিটি বাস্তবায়নে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর মাধ্যমে চট্টগ্রাম শহরের সকল তথ্য উপাত্ত আদান-প্রদান নগর পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর