ঢাকায় চীনা নববর্ষ উদযাপন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 19:48:54

বাংলাদেশে চীনের দূতাবাসের আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ঐতিহ্যবাহী চীনা বর্ষপঞ্জি পালনে ছিলো বর্ণাঢ্য আয়োজন। চীনা পঞ্জিকা অনুযায়ী নতুন বছরের শুরুতে প্রথম চাঁদ ওঠার দিন থেকে শুরু হয় নববর্ষ। এ উৎসবটি সাধারণত চীনের মূল-ভূখণ্ডে বসন্তকালীন উৎসব হিসেবে পরিচিত।

গত ১০ জানুয়ারি থেকে চীনা নববর্ষের উৎসব শুরু হয়। এটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। কৌশলগত সম্পর্ক যখন থেকে নেওয়া হয়েছে তখন থেকেই এ সম্পর্ক জোরদার হয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, এই চন্দ্র নববর্ষ চীনের বৃহত্তম উৎসব। এই উপলক্ষে দেশটিতে প্রায় একমাস সরকারি ছুটি থাকে। চীনের লাখ লাখ মানুষ পরিবার নিয়ে চন্দ্র নববর্ষ উদযাপনের গ্রামের দিকে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী  কে এম খালিদ উপস্থিত ছিলেন। চলতি বছর এ উপলক্ষে দেশটিতে প্রায় ১০০ কোটি লোক ভ্রমণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর