সাভারে সড়ক অবরোধ করেছে ৫ হাজার পোশাক শ্রমিক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 02:36:22

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে ওই সড়কটি অবরোধ করে রেখেছে তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন এলাকার রাকেফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করে জানায়, গত দুই মাসের বকেয়া বেতনের টাকা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিশোধের কথা উল্লেখ করে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতনের আশায় বিকেল ৫টা পর্যন্ত কাজ করে তারা। ৫টার পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বলে দেয় আগামী ২২ জানুয়ারি বেতন ভাতা পরিশোধ করা হবে। এ ঘোষণার পর প্রায় ৫ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। রাত ৯টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।

সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

সড়ক অবরোধকারী শ্রমিক রিয়ন বলেন, ‘আমরা বাড়িওয়ালার সামনে লজ্জায় যেতে পারছি না। দোকানদারদের মুখ দেখাতে পারছি না। আর কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়া নিয়ে বারবার কথা ঘোরাচ্ছে।’

এ ব্যাপারে রাকেফ অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক মো. সাজ্জাদ আলম বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। আশা করি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে এবং রাস্তা থেকে শ্রমিক সরে আসবে।’

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, ‘আমরা শ্রমিকের বেতনের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। সেই সঙ্গে রাস্তা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

এ সম্পর্কিত আরও খবর