‘বিদেশে কর্মরত মাত্র ২ শতাংশ জনশক্তি দক্ষ’

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:01:32

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, প্রণোদনা দেওয়ায় ১৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আমি আশা করি ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিদেশে কর্মরত মাত্র ২ শতাংশ জনশক্তি দক্ষ। বাকি ৯৮ শতাংশ দক্ষ নয়।

শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে হোটেল ব্লু বেরিতে প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্স উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগ আসছে। আমরা ইকোনমিক ডিপ্লোম্যাসি চালু করেছি। এর মধ্যে বিনিয়োগ বাড়ানোসহ মোট চারটি বিষয়কে আমরা ফোকাস করেছি।

তিনি বলেন, এশিয়ার ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি গ্রোথ সবচেয়ে বেশি। আমরা দারিদ্রকে অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে এসেছি।

মোমেন বলেন, ২০২০ সালে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করবো। আগামী বছর আমরা বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস পালন করবো। এই দুই বছরে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সভা সমিতির মাধ্যমে আগামী দুই বছর বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর