থ্যালাসেমিয়া সচেতনতায় ময়মনসিংহে ছাত্র সমাবেশ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 22:56:27

থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে জনসচেতনতামূলক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে নগরীর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সিটি করপোরেশনের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করে ‘হেল্প প্লাস ময়মনসিংহ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

‘বিয়ের আগে টেস্ট করবো, থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়বো’ এই স্লোগানে ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতেই তাদের এ উদ্যোগ। পর্যায়ক্রমে ময়মনসিংহের প্রতিটি বিদ্যালয়ে তাদের এই কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর