উদঘাটিত হয়নি পুলিশ হেফাজতে আসামির মৃত্যু রহস্য

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 08:28:18

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশের হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, ওই ব্যক্তি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর পরিবারের দাবি, আবু বক্করকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর এফডিসিতে চাকরি করতেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে তাকে এক নারীর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। পরে রোববার (১৯ জানুয়ারি) সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পায় পরিবারের সদস্যরা।

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, আবু বক্করকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা এখনো স্পষ্ট করে বলছে না পুলিশ। তার মুখসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি আত্মহত্যা হতেই পারে না। আবু বক্করকে পিটিয়েই হত্যা করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটন করা হোক।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, সাতরাস্তা এলাকার একটি বাসা থেকে এক নারী ও আবু বক্করকে আটক করে থানায় ফোন করেছিলেন স্থানীয়রা। এরপর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আবু বক্করকে থানায় নিয়ে আসে। পরে ওই নারী নিজে বাদী হয়ে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর হাজতে থাকাকালে তিনি আত্মহত্যা করেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে।

এ সম্পর্কিত আরও খবর