ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী সোয়া লাখ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-22 22:58:58

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে প্রথমবারের মতো এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর বোর্ডের অধীনে চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার ১৩১টি কেন্দ্রে মোট এক লাখ ২৫ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র ও ৬১ হাজার ৩৫ জন ছাত্রী রয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নগরের কাঠগোলা এলাকায় শিক্ষার্বোডের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

তিনি বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও এবারের জেএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার এসএসসি পরীক্ষাও সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব প্রফেসর কিরিট কুমার দত্ত, কন্ট্রোলার মো. শামসুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার মোবাশ্বের হোসেন, স্কুল ইন্সপেক্টর দিদারুল ইসলাম, স্কুল এন্ড কলেজ ইন্সপেক্টর হাবিবুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর