রাজশাহীর বাগমারা উপজেলায় জাবের বাহিনীর প্রধান জাবের আলী ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ জানান, সোমবার রাতে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে জাবের আলীকে আটক করে পুলিশ। এ সময় তার ৪ সহযোগীকেও আটক করা হয়। তবে আটক অন্য ৪ জনের নাম জানাতে পারেননি তিনি। পরে সংবাদ সম্মেলন করে বাকিদের নাম-পরিচয় জানানো হবে বলে উল্লেখ করেন এসপি শহিদুল্লাহ।
এর আগে গত ১৯ ডিসেম্বর জাবের আলীকে যতিনগঞ্জ বাজার থেকে আটক করে পুলিশ। তবে ওই সময় দুই পুলিশকে পিটিয়ে পালিয়ে যান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় এক চেয়ারম্যানের চায়ের দোকানে কাজ করতেন জাবের আলী। গত বছরের শুরুর দিক থেকে এলাকায় ক্যাডার বাহিনী গঠন করেন তিনি। এই বাহিনীর বিরুদ্ধে মানুষকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়া, এলাকার সরকারি খাল-বিল-পুকুর দখল করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।