রংপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 19:52:51

রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় তিন দিনের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্লিনিকটি ঘেরাও করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে ওই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

নবজাতকের চাচা রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ‘গত শনিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগমকে প্রসবজনিত ব্যথার কারণে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সেই দিন রাতেই তার সিজারে এক মেয়ে সন্তান জন্ম নেয়। জন্মের পর থেকে শিশুটির কোনো খবর নেননি ক্লিনিকের চিকিৎসকরা।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকালে নবজাতক ওই শিশু অসুস্থ হয়ে পড়লে দায়িত্বে থাকা কেউই গুরুত্ব দেয়নি। সুচিকিৎসা না পাওয়ায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।’

এদিকে, শিশু মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করে ক্লিনিক ঘেরাও করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর