সিলেট বোর্ডে পাসের হার ৬২.১১ শতাংশ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:13:42

সিলেট: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৬২.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন। এবার পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানান।

কবির আহমদ ফলাফলের ভিন্ন দিক তুলে ধরে জানান, এবার ইংরেজি, আইসিটি, অর্থনীতি, জীববিজ্ঞান বিষয়ে খারাপ করেছে। এজন্য পাসের হার কমেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বমোট ৭১০৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, বরাবরের মত ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। গতবছর পাসের হার ছিল ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৭০০ জন।

এ সম্পর্কিত আরও খবর