এইচএসসিতে প্রশ্নফাঁস হয়নি, কেউ প্রশ্নও তোলেনি: শিক্ষামন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:38:36

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, এবং কেউ তা নিয়ে প্রশ্নও তোলেনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার ( ১৯ জুলাই) সচিবালয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অামরা শিক্ষার গুণগত মানে গুরুত্ব দিচ্ছি। শিক্ষকদের সঠিকভাবে খাতা মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

ফলাফল খারাপ হাওয়ার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার যা ফল তাই দেয়া হয়েছে। অাগে পাস বেশি করলে বলা হতো ভালোভাবে খাতা দেখা হয়নি, অাবার এখন প্রশ্ন তোলা হচ্ছে পাসের হার কমে গেল কেন? তবে সঠিকভাবেই পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে। কোন শিক্ষককে নাম্বার বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়নি।

যশোর ও সিলেটে পাশের হার কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডগুলো ফলাফল কমে যাওয়ার বিষয়ে বিশ্লেষণ করে দেখবে। প্রয়োজন হলে মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

তিনি জানান, এবছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। যা গতবছর ছিল ৭২টি। ফলে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৭টি।

মন্ত্রী জানান, মোট প্রতিষ্ঠানের সংখ্যা এবছর বেড়েছে ১৭৪টি। এবছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯৪৫টি। যা গত বছর ছিল ৮৭৭১টি।

এ সম্পর্কিত আরও খবর