সিটি নির্বাচনে অবৈধ আগ্নেয়াস্ত্র ঠেকাতে তৎপর ডিএমপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 02:34:34

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে প্রভাব বিস্তার ও সহিংসতা ছড়ানোর জন্য সীমান্তবর্তী এলাকা থেকে আসা অবৈধ আগ্নেয়াস্ত্র ঠেকাতে তৎপর রয়েছে ডিএমপি।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

এর আগে শনিবার রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ দক্ষিণ বিভাগের একটি টিম লালবাগ থানার শেখ সাহেব বাজার রোড হতে পিস্তল ও গুলিসহ আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ৩ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল এবং ৪ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

অস্ত্রসহ আটককৃত যুবক

প্রেস ব্রিফিংয়ে আব্দুল বাতেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতার আশিকুর রহমান জানিয়েছে, ঢাকার সিটি নির্বাচন উপলক্ষে বিভিন্ন লোকের কাছে বিক্রির জন্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সে ঢাকায় নিয়ে এসেছিল। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে গ্রেফতার করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা তৎপর রয়েছি, যেন নির্বাচন উপলক্ষে কেউ সহিংসতা না করতে পারে। ঢাকার বাইরের সন্ত্রাসীরা ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা গ্রেফতার করব।’

তিনি আরও বলেন, ‘এই অস্ত্রগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য এবং সহিংসতা করার জন্য আনা হয়েছিল।’

এ সম্পর্কিত আরও খবর