জনসেবা পুলিশের দায়িত্ব: আইজিপি

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-25 22:09:05

জনসেবা পুলিশের দায়িত্ব। থানায় কোনো হয়রানির সুযোগ নেই। যিনি অসহায় অবস্থায় থানায় আসবেন তাকে যথাযথ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় সিলেট পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ বদলে গেছে উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, ‘কিছুদিন পূর্বে আমরা সারাদেশে ১০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছি। স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছিল। যার মাধ্যমে গ্রাম-গঞ্জের গরিব পরিবারে সন্তানেরাও চাকরি পেয়েছে। রিকশা ওয়ালা, গার্মেন্টস কর্মী ও দিনমজুরের ছেলে মেয়েও নিয়োগ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে। দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।’

এর আগে বেলা ১টায় আইজিপি সিলেট পুলিশ লাইনসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে বেলা ৩টায় বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন আইজিপি।

এ সম্পর্কিত আরও খবর