রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী   | 2023-08-26 19:10:30

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি ৪৭৫ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন বাবু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম।

তিনি জানান, উপজেলার সিএন্ডবি আচুয়া এলাকায় বাবু নামের এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ হেরোইন বিক্রির উদ্দেশে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে বাবুকে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে তাকে হেরোইনসহ নগরের মোল্লাপাড়াস্থ র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

 

এ সম্পর্কিত আরও খবর