ভারতে শুরু হওয়া ‘স্বচ্ছতায় সেবা’ ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এবং রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কামরুজ্জামান কামরু, নুরুজ্জামান টুকু, মতিউর রহমান মতি, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ সিটি করপোরেশন এবং ভারতীয় সহকারী হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে শহীদ এএইচএম কামারুজ্জামান উদ্যানে সঞ্জিব কুমার ভাটি বৃক্ষ রোপণ করেন।