বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক সব সময় বিদ্যমান থাকবে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 12:44:12

বাংলাদেশ ভারতের সুসম্পর্ক সব সময় বিদ্যমান থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি।

তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত পরস্পর পরম বন্ধু। মুক্তিযুদ্ধকালীন দুই দেশ তার প্রমাণ দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পারস্পরিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশ সফলতার পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান ক্যাম্পিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এ ক্যাম্পিংয়ের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জিব কুমার ভাটি বলেন, এদেশের মতো ভারতেও মুজিব বর্ষ অনাড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপন করা হবে। শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বিশ্ব নেতা। তার জন্য আমরা গর্বিত।

রক্ত দিচ্ছেন ভারতীয় হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি।

এসময় বাংলাদেশ-ভারতের উন্নয়ন সমান্তরালভাবে হচ্ছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই সুসম্পর্ক বজায় রাখতে দুই দেশই যথেষ্ট আন্তরিক।

ক্যাম্পিংয়ে নিজেই রক্ত দান করে ভারতীয় হাইকমিশনার বলেন, রক্ত দান পুণ্যের কাজ। রক্ত দিলে স্বাস্থ্য, শরীর ও মন ভাল থাকে। জীবনও বাঁচে। মানবিক সম্পর্কের উন্নয়ন ঘটে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আফরোজা বুলবুল আক্তার, উপ-পরিচালক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, অতিরিক্ত পরিচালক মিরাজুল মোহসিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর