৯৯৯-এ যাত্রীর ফোন, মাতাল চালক আটক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 22:14:03

ফোনে ৯৯৯-এ অভিযোগ পেয়ে মদ্যপানে মাতাল হওয়া এক বাস চালককে আটক করেছে বগুড়া হাইওয়ে পুলিশ। আটক আলাউল ইসলাম মংলা রংপুরের স্বনামধন্য পরিবহন ঢাকাগামী আগমনী এক্সপ্রেসের চালক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বগুড়া হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি রায়হান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ভ্রাম্যমাণ আদালত চালক মংলাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

এএসপি রায়হান জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে ৯৯৯ এ ফোন করে ঢাকাগামী আগমনী এক্সপ্রেসের এক যাত্রী মদ্যপ চালকের বেপরোয়া গাড়ি চালানোর ব্যাপারে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল সিরাজগঞ্জ জেলার ঘুরকা বেলতলা নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আগমনী এক্সপ্রেস (গাড়ি নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪৫) বাসটির চালককে এলোমেলোভাবে গাড়ি চালাতে দেখে সিগন্যাল দিয়ে থামায়।

যাত্রীদের অভিযোগের উদ্ধৃতি দিয়ে এই হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন, চালক সমস্ত রাস্তায় এলোমেলোভাবে গাড়ি চালিয়েছে। গাড়ির সুপারভাইজার প্রিন্স মাহমুদ এর প্রতিবাদ করায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেন চালক আলাউল ইসলাম মংলা।

চালক আলাউলকে অ্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মদ্যপানের প্রমাণ মেলে। এসময় পুরো বাস তল্লাশি করে বিদেশী ব্লু ল্যাগন (Blue Lagoon 500ml) মদের বোতল উদ্ধার করা হয়। পরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আলাউল ইসলাম মংলা রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে আগমনী এক্সপ্রেসের চালক হিসেবে কর্মরত রয়েছে।

এদিকে তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করে সেবা পাওয়ায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন বাসের যাত্রীরা। পরে ফুড ভিলেজ হোটেলের কাছ থেকে ৪০ জন যাত্রীকে অন্য একটি বাসে ঢাকায় পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর