করোনাভাইরাস বাণিজ্যে প্রভাব ফেলেনি: বাণিজ্যমন্ত্রী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 10:13:30

করোনাভাইরাস বাংলাদেশ ও চীনের বাণিজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাংলাদেশ সরকার এই ভাইরাসের সতর্ক রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

টিপু মুনশি বলেন, ‘চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব সতর্ক। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাংলাদেশ যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে।

ভাইরাসের ফলে বাংলাদেশ-চীন বাণিজ্যে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এ সময় সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার রমজানে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে। রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’

ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যেকোনো বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত।’

এ সম্পর্কিত আরও খবর