বুলবুল আহমেদকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ২৫ সদস্য বিশিষ্ট রাজশাহী আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক এই কমিটি ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর আলুপট্টিতে গ্রামীণফোন রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের সামনে প্রথম কর্মী সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজের পর বিকেলে দ্বিতীয় অধিবেশনে কর্মী সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের সদ্য বিদায়ী সমন্বয়ক জিয়া হাসান আজাদ হিমেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আতিকুজ্জামান মির্জা, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মিয়া মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাতুজ আলি কাদেরী, গ্রামীণফোনের রাজশাহী আঞ্চলিক প্রধান তৌহিদুর রহমান তালুকদার, মানবসম্পদ কর্মকর্তা শহিদুল হক মিল্কি, আঞ্চলিক টেকনোলজি প্রধান কাজী জিয়াউর রহমান প্রমুখ।
সম্মেলনে ফিডব্যাক সেশনে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন কিভাবে চাকুরির ঝুঁকি থেকে কর্মীদের নিরাপত্তা দেবে এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।