রাজশাহীর গোদাগাড়ীর খরচকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাদেরকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
বিজিবি’র রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা পাঁচজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা পেয়েছি। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। তারা প্রত্যেকে রাখাল। গবাদিপশু চরাতে পদ্মা নদীর বিস্তীর্ণ চরে গিয়েছিলেন।’
তিনি বলেন, ‘ঘটনা সত্যতা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যার আগেই আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। শনিবার সকালে গোদাগাড়ী সীমান্তে বৈঠক হতে পারে। আমরা যত দ্রুত সম্ভব রাখালদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিজিবি সূত্র জানিয়েছে, বিএসএফ’র হাতে আটককৃতরা সবাই পবা উপজেলার একই গ্রামের বাসিন্দা। তারা হলেন- পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুল হকের ছেলে সোহেল রানা (২৭), মৃত কালুর ছেলে কাবিল হোসেন (২৫), মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আলম (৩৫) এবং মো. আলমের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান জানান, ‘স্থানীয় যুবকরা চরে গরু চরাতে গিয়েছিল। তাদের মধ্যে ৫ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটককৃতদের মধ্যে একজনকে বেধড়ক মারপিট করেছে বলেও প্রত্যক্ষদর্শী অন্য রাখালরা জানিয়েছে।’