অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবদুল মুহিত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 20:07:12

 

অস্ট্রিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আবদুল মুহিতকে নিয়োগ দেওয়া হয়েছে । রাষ্ট্রদূত বাদেও তাকে ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত মুহিত ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে যোগ দেন। ২৭ বছরের দীর্ঘ কূটনীতিক যাত্রায় তিনি কুয়েত, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাজ করেছেন। পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইং-এ কর্মরত ছিলেন।

রাষ্ট্রদূত মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর