দেশের সব বিভাগীয় শহরে ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পুলিশ লাইন্সে সিআইডি’র বিভাগীয় ফরেনসিক ল্যাব উদ্বোধনের সময় এ কথা জানান তিনি।
জাবেদ পাটোয়ারী বলেন, ‘দিন দিন অপরাধের ধরন বদলাচ্ছে। অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে অপরাধ করছে। ফলে সেই সকল অপরাধ নির্ণয়েও প্রযুক্তির ব্যবহার প্রয়োজন পড়ছে। সেই চাহিদা পূরণে দেশের সকল বিভাগীয় শহরেই সিআইডির ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘ফরেনসিক ল্যাবে সব পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে করা হয়। নানা রকম সফটওয়্যার ব্যবহার করা হয়। এর ফলে পরীক্ষা হয় নির্ভুল। আদালতে সিআইডির পরীক্ষার ফলাফল খুবই গ্রহণযোগ্য। এ জন্য চাঞ্চল্যকর মামলাগুলো তদন্তের জন্য সিআইডির কাছেই আসে।’
ফরেনসিক ল্যাব সিআইডির বিদ্যমান সক্ষমতা আরও বাড়িয়ে দেবে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘রাজশাহীতে এটি চালু হলো। রংপুর বিভাগের আলামতও এই ল্যাব থেকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফলে উত্তরাঞ্চলের ১৬ জেলার মামলার তদন্তে গতি আসবে। এক কথায়- এটি সিআইডির কার্যক্রমে চমৎকার সংযোজন এবং সিআইডির সক্ষমতা আরও বাড়িয়ে দেবে।’
উদ্বোধনের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবীর, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, রাজশাহী সিআইডির পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রমুখ।