হাসপাতালে ভর্তি কেউই করোনায় আক্রান্ত নন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:41:53

হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া চীন থেকে আগত ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে যে, কেউই করোনাভাইরাস-এ আক্রান্ত নন। এর মধ্যে ৭ জনকে আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বাংলাদেশে ২০১৯-এনসিওভি করোনাভাইরাস-এর পরিস্থিতি সম্পর্কে অবহিত করে যে তথ্য প্রদান করেছে, তাতে জানা যায়, সম্মিলিত সামরিক হাসপাতালে তিনটি পরিবারের শিশুসহ ৮ জনকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

কোয়ারান্টাইন কেন্দ্রে অবস্থানরত চীন থেকে আগত ১ জনের জ্বর দেখা দেয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আশকোনা কোয়ান্টাইন কেন্দ্রে অবস্থানরতদের জন্য ওয়াই-ফাই সংযোগ ও টেলিভিশন প্রদান করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে করণীয়:

১. ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)।
২. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।
৩. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
৪. কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)।
৫. অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন।
৬. মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন।
৭. অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
৮. জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন।
৯. অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।

এ সম্পর্কিত আরও খবর