চাকরির পর বিয়ে: মেয়েদের জাফর ইকবাল

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 10:21:41

স্নাতক পাস করে চাকরি না পাওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে না করার পরামর্শ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘চাকরি পাবে তারপর বিয়ে। বাবা-মা বিয়ের কথা বললে তোমরা বলবে জাফর স্যার না করেছেন। তবে যতদিন বিশ্ববিদ্যালয়ে থাকবে ততদিন মন দিয়ে লেখাপড়া করতে হবে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সকল পরীক্ষায় মেয়েরা ভালো ফলাফল করছে উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, ‘যে দেশে মেয়েরা ছেলেদের পাশাপাশি সমানভাবে লেখাপড়া করে সেই দেশকে পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, এদেশে ছেলেরা ও মেয়েরা পাশাপাশি।’

শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিকে ব্যবহার করবো কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে। যতক্ষণ পড়াশোনা বা কাজ করবে ততক্ষণ তোমাদের হাতের স্মার্ট ফোনটি বন্ধ রাখবে। আমি বলিনি প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে, আমি বলছি এটি কন্ট্রোল করো আর জীবনকে উপভোগ করো।’

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘তোমরা গ্রামে নয় খুবই সুন্দর একটা জায়গায় আছো। এখানে নির্মল বাতাস। মন চাইলে বাসে উঠে তুমি ঢাকা যেতে পারবে। এই ক্যাম্পাসে ভর্তি হওয়াতে আমি তোমাদের অভিনন্দন জানাই।’

এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরিচিতি পর্ব।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকে থেকে এই সুন্দর পৃথিবীর একজন ভিন্ন মানুষ আপনারা হয়ে গেলেন। যে মানুষটি এই পৃথিবীর অন্যান্য মানুষ থেকে পৃথক। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য সবার হয় না, যেমন সকল নদী সাগরে মিশতে পারে না। যে নদীর ভাগ্যে সাগরের সঙ্গম হয় না, সে নদীর নদীজীবন ব্যর্থ। আমি মনে করি ছাত্রজীবনের পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তার অনেক কষ্ট।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। উপস্থাপনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন ত্বন্বী।

অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীদের জন্য একটি নতুন বাসের চাবি পরিবহন প্রশাসক এমদাদুর রাশেদ-এর নিকট হস্তান্তর করেন। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর