কদমতলী খালে আশামণির খোঁজ মিলছে না

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 02:27:40

রাজধানীর কদমতলী খালে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া শিশু আশামণিকে (তোহা) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত শনিবার ওই খালে পড়ে গিয়ে নিখোঁজ হয় আশামণি। ৫ দিন ধরে উদ্ধার তৎপরতা চললেও এখনো খোঁজ মেলেনি তার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস-সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয়রা উদ্ধার অভিযানে কাজ করছে। কিন্তু লম্বা ওই সরু খালে খোঁজ মিলছে না আশামণির।

এদিকে আশামণিকে দ্রুত উদ্ধার অভিযানে গাফিলতি আছে বলে অভিযোগ করেছেন বাবা এরশাদ ও মা তানিয়া। তারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ৫ দিন ধরে অভিযান চালালেও মেয়েকে উদ্ধার করতে পারেনি তারা। শেষবারের মতো শুধু বাচ্চার মুখটা দেখতে চান মা।

অন্যদিকে কমিউনিটি পুলিশের সেক্রেটারি ফারুক আহমেদ জানান, ফায়ার সার্ভিস সনাতন পদ্ধতিতে যে উদ্ধারকাজ করছে, তাতে শিশুটিকে খুঁজে পাওয়া দুষ্কর।

উল্লেখ্য, গত শনিবার বিকেল পৌনে ৪টায় মেরাজনগর ডি-ব্লকের পাশে খালি জায়গায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল আশামণি। এ সময় পাশে থাকা খালে বল পড়ে গেলে তা উঠাতে যায় সে এবং পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। আশামণি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত।

এ সম্পর্কিত আরও খবর