আরো ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু ৮ আগস্ট

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:38:25

দেশের ১০ সিটি কর্পেরোশন ও ২৭ জেলার পর আরো ২৭ জেলায় ভোটারদের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৮ আগস্ট নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেবেন। এসময় জেলাগুলো থেকে প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত  হোসেন চৌধুরী, ইসির সচিব হেলালুদ্দীন আহমদ এবং এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোঃ আবদুল বাতেন বলেন, আগামী ৮ আগস্ট বুধবার সকাল ১১ টায়  নির্বাচন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কাজ উদ্বোধন করা হবে। পরের দিন ৯ আগাস্ট থেকে মাঠ পর্যায়ে বিতরন কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কর্মকর্তারা জানান, বিদেশীদের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় বাংলাদেশের দক্ষ জনবল দিয়ে প্রতিদিন নতুন ৭০ থেকে ৮০ হাজার স্মার্ট কার্ড প্রিন্ট হচ্ছিল, যা আগের থেকে ১০ গুণ বেশি। কিন্তু সম্প্রতি যান্ত্রিক ক্রুটির কারণে স্মার্ট কার্ড উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে বিতরণে তেমন সমস্যা নেই।

৮ আগস্ট থেকে যে ২৭ এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে: মুন্সীগঞ্জ , নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিং,  কিশোরগঞ্জ,  জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর, রাজবাড়ী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নাটোর, নওগাঁ, নওয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চূয়াডাঙ্গা, মৌলভীবাজার, ভোলা, লক্ষ্মীপুর।

যে ২৭ জেলায় বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে: গাপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুর সদর,বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর ও রাঙামাটি সদর। বরিশাল অঞ্চল: পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর। খুলনা অঞ্চল:  মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর। সিলেট অঞ্চল: হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর। রাজশাহী অঞ্চল: বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর। ময়মনসিংহ অঞ্চল: নেত্রকোনা সদর। রংপুর অঞ্চল: কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও পঞ্চগড় সদর। কুমিল্লা অঞ্চল: নোয়াখালী সদর।

 

এ সম্পর্কিত আরও খবর