৬ দিনেও উদ্ধার হয়নি খালে নিখোঁজ ‘আশামণি’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:29:04

রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে ডুবে যাওয়া পাঁচ বছরের শিশু ‘আশামণি’ ছয়দিনেও উদ্ধার হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি। এরপর থেকে তারা শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দিন যত এগোচ্ছে শিশুটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও কমে আসছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

ষষ্ঠ দিনের অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বার্তা২৪.কম-কে জানান, শিশুটিকে উদ্ধার করতে পঞ্চম দিনের মতো তাদের অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বেশ কয়েকটি দল শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

এদিকে আশা মনির পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খেলার সময় আশা মনির বল খালে পড়ে যায়। বলটি তুলতে আশামনি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। এর পরে থেকে আশামনির আজ খোঁজ মিলছে না।

এ সম্পর্কিত আরও খবর