উল্টো রথে শেষ হল রথযাত্রা উৎসব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:21:46

উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। হাজার হাজার সনাতন ধর্ম‍াবলম্বী এ শোভাযাত্রায় অংশ নেন।

রোববার (২২ জুলাই) বিকেলে রাজধানী শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির এক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রথযাত্রার উদ্বোধন ঘোষণা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ বলেন, রাজনীতিক সংঘাত করে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।আসুন, আমরা শুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হই।

আমরা প্রার্থনা করি যেন- সমস্ত অশুভ শক্তিকে নস্যাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সব কিছুতে এগিয়ে নিব; ঠিক তেমনিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব- এটাই হোক আমাদের প্রত্যয়।

এই উল্টো রথযাত্রা আয়োজন করে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। ঢাকেশ্বরী থেকে উল্টো রথযাত্রা বের হয়ে পলাশী মোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলামোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর