জিপিএ-৫ পাওয়াই একমাত্র যোগ্যতা নয়: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 17:03:15

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘অভিভাবক যারা আছেন তাদের বলছি- আপনারা জিপিএ-৫ নিয়ে পাগল হয়ে যাবেন না প্লিজ। জিপিএ-৫ পাওয়াই পৃথিবীতে একমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যারা বড় হয়েছি, আমাদের সময় জিপিএ-৫ ছিলই না। আমাদের কখনো কেউ জিজ্ঞাসা করেনি তোমার জিপিএ কত। আমাদের ক্রিকেটাররা বিশ্বের মধ্যে নাম করেছে, তাদের কি কেউ কখনো জিজ্ঞেস করে তুমি জিপিএ ৫ পেয়েছ কিনা? করে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে আমরা চাই মান বাড়াতে। এখন আমাদের চ্যালেঞ্জ শিক্ষার সকল ক্ষেত্রে মান বাড়ানো। কিছুদিন আগে চ্যালেঞ্জ ছিল সবাইকে শিক্ষার মধ্যে নিয়ে আসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমাদের চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছি। আমরা এখন সর্বস্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।’

দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষার বোঝা একটু কমে যাক সে ব্যবস্থা করছি। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। শুধু শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হতে হবে। আমাদের মানবতাবোধ খুবই জরুরি। শিক্ষার মাধ্যমে সোনার মানুষ হতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হতে বলছি না, শিখতে বলছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে না শিখলে হবে না।‌ বিশ্ব নাগরিক হিসেবে আমাদের সন্তানদের গড়ে তুলতে চাই। আমরা যেন সবাইকে ভালো মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। শুধু নিজের জন্য না ভেবে অন্যদের নিয়ে যেন ভাবি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শাহনাজ হুদা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর