আসামের ভূকম্পনে কাঁপল রংপুর

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 16:06:28

রংপুর জেলাসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ১০ সেকেন্ডের বেশি স্থায়ী ছিল না এ ভূকম্পন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের মাত্রা জানা না গেলেও ভারতের আসামে এর উৎপত্তিস্থল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বার্তা২৪.কমকে জানান, সন্ধ্যায় খুব অল্প সময়ের জন্য ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক। এতে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ভারতের আসাম থেকে এই ভূকম্পনের উৎপত্তি হয়েছে। যা ঢাকা থেকে ২৮৮ কিলোমিটার দূরে।

এদিকে রংপুর জেলার বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়। স্থানীয়রা বলেছেন, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। 

এ সম্পর্কিত আরও খবর