ময়মনসিংহে দুই দিনব্যাপী নৃত্যোৎসব

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 08:57:24

'নৃত্যযোগে মনন বিকাশ, নৃত্য নিত্য অবিনাশ' এ স্লোগানে ময়মনসিংহে দুই দিনব্যাপী নৃত্যোৎসব শুরু হয়েছে। বহুরূপী সাংস্কৃতিক একাডেমি ও নৃত্য সংগঠন নৃত্যগ্রাম যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ উৎসব শুরু হয়।

বহুরূপী সাংস্কৃতিক একাডেমির পরিচালক নাট্যব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হীলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির।

উৎসবের প্রথম দিনে মানস তালুকদারের পরিচালনা নৃত্য পরিবেশন করেন নৃত্যগ্রাম’র শিল্পীরা। এরপর বহুরূপী সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

নাচ
নৃত্যোৎসবের একটি মুহূর্ত, ছবি: বার্তা২৪.কম

আয়োজকরা জানান, উৎসবের শেষ দিন (৯ ফেব্রুয়ারি) থাকবে শুধুমাত্র শাস্ত্রীয় ও কনটেম্পরারি পরিবেশনা। এতে তিনটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যগ্রাম’র শিল্পীরা। এরপর একে একে বিভিন্ন পরিবেশনায় থাকবেন ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের নৃত্যশিল্পী জুয়েইরিয়া মৌলি’র ‘ভারতনাট্যম’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হাসান ইশতিয়াক ইমরানের ‘কত্থক’, ময়মনসিংহের আরিফুল ইসলাম অর্ণনের পরিচালনায় ‘মানুষ’ ও নাঈম খান ডান্স কোম্পানী’র আবু নাঈমের পরিবেশনায় ‘লালন’।

আয়োজন সম্পর্কে নৃত্যগ্রাম’র সাধারণ সম্পাদক মানস তালুকদার বলেন, 'শুদ্ধ সংস্কৃতির বিকাশের লক্ষেই আমাদের এই আয়োজন। প্রথম দিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আশানুরূপ দর্শকের উপস্থিতিতে আমরা উচ্ছ্বসিত।'

এ সম্পর্কিত আরও খবর