‘চীনে বাংলাদেশিদের খাদ্য-বস্ত্রের অভাব হচ্ছে না’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 19:12:45

চীনে অবস্থানরত বাংলাদেশিদের খাদ্য-বস্ত্রের কোনো সমস্যা হচ্ছে না, তাদের সব ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

১৭১ জনের যে গ্রুপটি চীনে আছেন তাদের খাবার ও বস্ত্রের অভাব হচ্ছে পরিবারের এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, যারা সেখানে (চীনে) আছেন তাদের আনার জন্য একটি দাবি উঠেছে পরিবারের পক্ষ থেকে। তারা যে যুক্তিগুলো দিচ্ছে খাবারের অভাব, বস্ত্রের অভাব। কিন্তু সেখানে কোনো অভাব নেই। তাদের সব সাপোর্ট দেয়া হচ্ছে। সুতরাং এ মুহূর্তে তাদের ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি। কারণ যে বিশেষ বিমানে করে চীন থেকে তাদেরকে নিয়ে আসলাম সে বিমানের পাইলটদের কোনো দেশ এক্সসেপ্ট করছে না। সুতরাং আমাদের এই মুহূর্তে পরবর্তে যে লট রয়েছে তাদের ফিরিয়ে আনার কোন যৌক্তিকতা নেই। সে কারণে আপাতত তাদের আনা হচ্ছে না।

এ সম্পর্কিত আরও খবর