‘সাংবাদিকদের ওপর হামলা দমনে সরকার বদ্ধপরিকর’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-04 17:18:25

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পর-পরই আমি এর নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যিই অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। সরকারও এ ক্ষেত্রে খুব ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের দিন যে হামলা হয়েছিল সে হামলার পেছনে যারা যুক্ত ছিল বলে সন্দেহজনক তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুরনো ঢাকার ঘটনা নিয়েও গ্রেফতার হয়েছে। সবমিলিয়ে সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছে।

পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকে বাধা দেবে, সেটি কখনই সমীচীন নয় জানিয়ে সরকারের এ মন্ত্রী বলেন, আমরা এসব বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি।

বাংলাদেশে রেডিও-টেলিভিশনের বিকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য অনেক কাজ করেছে এবং করে যাবে।

এ সম্পর্কিত আরও খবর