সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-30 23:00:39

রাজধানীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টিসিজেএ'র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস সুটন সিংহের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের এখনো কোনো কূল-কিনারা হয়নি। সিলেটে আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলায়ও কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এ অবস্থার উন্নতি না হলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রশীদ রেনু, সময় টিভির সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, ইমজার সাবেক কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকি।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাশ, চ্যানেল টুয়েন্টি ফোরের গোলজার আহমদ, টিসিজিএর সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, সাংবাদিক আনিস মাহমুদ, আবু বক্কর, মানৈবি শুভ, সিলেট টুডের শাকিলা ববি প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর নয়াবাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল।

এ সম্পর্কিত আরও খবর