চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চেম্বার ব্লকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আগত প্রায় ৩০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জনাব ডা. শেখ ফজলে রাব্বী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্কভিউ হাসপাতালের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নগরীর প্রয়োজনে আরো কার্যকরী ও অত্যাধুনিক সেবা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মূর্তুজা রেজা ছিদ্দীক চোধুরী উপস্থিত সবাইকে এবং পার্কভিউ হাসপাতালের ওপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম, অর্থো সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এ কে এম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু হেমাটোঅনকোলজি বিভাগের ডা. মোহাম্মদ ইউসুফ, পার্কভিউ হাসপাতালের ফাইনেন্স ডিরেক্টর ডা. আবু নাছের প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে পার্কভিউ হাসপাতাল মাসব্যাপী সব ধরনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে।