২১ আগস্টের হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-22 20:49:34

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এজন্য বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকের নিচতলায় মঙ্গলবার সেবা সেল খোলা হয়েছে। সকাল ১১টায় এর উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য ডা. কামরুল হাসান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন তখনকার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের অন্তত চারশত নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকেই এখনো শরীরে গ্রেনেডের স্পিøন্টার নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. কামরুল হাসান খান বলেন, ‘বিএসএমএমইউ ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের যথাসাধ্য চিকিৎসাসেবা দেবে।’ বক্তব্যে তিনি বিশেষ কমিশন গঠন করে গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বর্তমান সরকারের আমলে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান। আরেফিন সিদ্দিক বলেন, ‘কোনো সভ্য সমাজে ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা ভাবা যায় না। এ জাতীয় বর্বরতার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্যই এই নির্মম হামলার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল, বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) ডা. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ডা. আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) ডা. এ কে এম সালেক ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর