বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলল

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রংপুর | 2023-08-30 15:35:45

রংপুর সদরের মমিনপুরে তিস্তা ক্যানেলের ছোট ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি তরুণীর মরদেহটির পরিচয় মিলেছে।

রুমি আখতার (২১) নামে তরুণীটি রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের রোকনুজ্জামানের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রংপুর সদর কোতোয়ালি তদন্ত কর্মকর্তা এসআই জাকির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা ইউরিয়া সারের বস্তায় বন্দি অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল দক্ষিণ মমিনপুর পালপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচ থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে রেখে যায়।

এদিকে মরদেহটি উদ্ধারের সময় মেয়েটির পরনে ছিল বোরকা ও পায়জামা। দুই পায়ে ছিল রূপার তৈরি নুপুর। পাশে ভ্যানিটি ব্যাগটি পড়েছিল। সেই ব্যাগে থাকা কাগজপত্রে প্রাথমিকভাবে তার পরিচয় মিলেছে।

পুলিশ জানায়, তরুণী নাকে রক্ত ও গালে আঙ্গুলের আঁচড়ের ছাপ ছিল। তার গায়ের রঙ ফর্সা। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর