কাতারে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। দেশটিতে শ্রমবাজার, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন হতে পারে। কাতার বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ জনশক্তি নিয়োগ করতে চায়।
রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
কাতার বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার খুলেছে এবং তারা দক্ষ কর্মী চায়- উল্লেখ করে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কাতারে আগামী ফুটবল বিশ্বকাপের জন্য নতুন করে শ্রমিকের চাহিদা সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে কীভাবে কাজ করা যায় তা নিয়ে কথা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩ মাসে বাংলাদেশ-কাতার চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে। কূটনৈতিক ও সরকারি কর্মকর্তা্দের কাতারে ভিসা ফ্রি এন্ট্রি, সেখানে অপরাধ করলে আমাদের কোনো নাগরিক যাতে করে সাজা শেষে দেশে আসতে পারেন, দ্বৈত কর এবং নির্বাচনী সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি।