হাইকোর্ট থেকে জামিন পেলেন সিলেট বিএনপি নেতারা

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:35:17

সিলেট: সিলেটে পুলিশ অ্যাসল্ট মামলায় আট আগস্ট পর্যন্ত জামিন পেয়েছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাসেফা হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন সিলেট বিএনপি নেতারা। পরে আদালত তাদের ৮ আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মো. জয়নুল আবেদীন এবং আব্দুল হালিম কাফী।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এ এস আই ফয়েজ আহমদ শামীম বাদী হয়ে (২২ জুলাই) রাতে বিএনপির ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই মামলায় আসামি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসির হোসাইন, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি সালেহ আহমদ খসরুসহ জেলা ও মহানগর ছাত্রদলের সিনিয়র নেতারা।

এ সম্পর্কিত আরও খবর